“যক্ষা” রোগ প্রতিরোধে শিক্ষকদের নিয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে রবিবার বেলা সাড়ে এগারটায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি আয়োজিত-নাটাব আয়োজিত “যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকদের নিয়ে জেলা নাটাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটাবের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মনিম-উদ-দৌলা চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না। প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মো.সাইদুর রহমান। বক্তব্য রাখেন নাটাবের ঢাকা অফিসের সোসাল মোবিলাইজার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. এম.এ মাতিন ও চাঁপাইনবাবগঞ্জ যক্ষা ক্লিনিকের ডা.  আকতার হোসেন। এসময় নাটাবের সদস্য আনিসুর রহমানসহ ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-২০১৪