সাপ্তাহিক সোনামসজিদের ১৪তম বর্ষপুর্তি উৎসব

চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সোনামসজিদের ১৪তম বর্ষপুর্তি উৎসব ও ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় বর্ষপুর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।
সাপ্তাহিক সোনামসজিদের প্রকাশক ও সম্পাদক মোহাঃ জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আলহাজ্ব মাহাতাবউদ্দিন। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান। বক্তব্য রাখেন, পৌরসভার শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফান, মসিউল করিম বাবু, আমিনুল ইসলাম মতি, কৃষ্ণগোবিন্দুপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী, হাসিনুর রহমান, রানিহাটি ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, আব্দুল বারেক, শাখাওয়াত হোসেন, সিরাজুম মুনিরা, লেখক মোঃ আসমোতুল¬াহ, কাজী আব্দুল বারী, সফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সাপ্তাহিক সোনামসজিদের দীর্ঘদিনের পথ চলায় বাধা বিপত্তি পেরিয়ে পথ চলা অব্যহত রাখায় প্রশংসা করেন এবং আগামী দিনে পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামণা করেন। বক্তারা স্থানীয় পত্রিকাগুলোর পৃষ্ঠপোষকতার জন্য প্রশাসনসহ সকলের সুদৃষ্টি কামনা করেন। শেষে বর্ষপুর্তির কেক কাটেন অতিথিরা। উলে¬খ্য, “নিরপেক্ষতা ও নতুন চেতনার উন্মেষ” শ্লোগানে মোহাঃ জোনাব আলীর প্রকাশনা ও সম্পাদনায় ২০০০ সালের ২৬ নভেম্বরের প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকাটি।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-২০১৪