নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মোহনা টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে শোভাযাত্রায় স্থানীয় বিশিষ্টজন, সাংবাদিক, সংস্কৃতিককর্মীসহ অন্যান্যরা অংশ নেন। পরে একই স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন ও মোহনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমান। বক্তারা বলেন, মোহনা টেলিভিশন বাংলার প্রতিচ্ছবি ¯ে¬াগান নিয়ে যাত্রা শুরুর পর থেকে মানসম্পন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। মোহনা টেলিভিশনের এই কৃতিত্ব ও সাফল্য ধরে রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০১৪