দুই ‘যুদ্ধাপরাধী’কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ অভিযুক্ত মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আগামী ১৬ নভেম্বর  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ  হাজির হবার নির্দেশ দিয়েছেন ট্রাইবুনালের মাননীয় বিচারকবৃন্দ। সোমবার সকালে প্রসিকিউশন পক্ষের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-২ কারাগার কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন। মামলার প্রসিকিউটর সহিদুর রহমান ট্রাইবুনালে এ ২ মানবতাবিরোদী অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন। বর্তমানে এরা দুজন চলতি বছরের ২৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলায় ছাত্রদল কর্মী নিহত হওয়ার ঘটনার একটি ফৌজদারী মামলায় মামলায় চাপাইনবাবগঞ্জের কারাগারে আটক আছেন। তবে সম্প্রতি তারা মামলাটিতে জামিন পেলেও কারাগার থেকে এখনও মুক্তি পাননি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০১৪