জঙ্গীবাদ বিরোধী উদ্বুদ্ধকরণ বিষয়ক ইমাম সম্মেলন অনুষ্ঠিত

জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষে মঙ্গলবার জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী উদ্বুদ্ধকরণ বিষয়ক এক বিশেষ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে।
ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম। সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফকিরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল¬াহিল হামিদ।
সন্ত্রাস, জঙ্গীবাদ ইসলাম সমর্থন করে না উলে¬খ করে সম্মেলনে বক্তারা বলেন,  জেলার বিভিন্ন ইমামদের সকল মসজিদে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী বিয়য়গুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। বিশ্বের সকল দেশই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাই এদের বিরুদ্ধে আলেম সমাজকে সাজগ হতে হবে। কোন সামাজিক ভয়ে জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিষয়গুলো মানুষের মাঝে তুলে ধরতে বিরত না থাকারও আহবান জানান বক্তারা। সম্মেলনে জেলার শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০১৪