বিদ্রোহী হয়ে জিতে দলে ফিরলেন নওগাঁর এমপি

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সলিম উদ্দীন তরফদারের দলীয় পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। 

গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি জানান, বিকেলে দলের নেতা কর্মিদের এক সিদ্ধান্ত মোতাবেক সলিম উদ্দীন তরফদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহালের জন্য নির্দেশ দেওয়া হয়। ইতোপূর্বে সলিম উদ্দিন তরফদার নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তিনি জয়লাভ করলেও দল থেকে তাকে বহিষ্কারের আদেশ দেয়। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ডেস্ক বিপোর্ট/ ০৫-১১-২০১৪