জোহরপুর সীমান্তে শিশুকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে আজ বৃহস্পতিবার লিটন (১৪) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। নিহত লিটন জোহরপুর বোলপুর গ্রামের আনারুল হকের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে লিটনসহ অন্য এক কিশোর জোহরপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ে। এ সময় ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে লিটনকে ধরে ফেলে। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ছেড়ে দিলে সে বাংলাদেশে ফেরার পথে মারা যায়। খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, এ ঘটনা ২০ বিএসএসফ ব্যাটালিয়নের কমান্ডেন্টকে মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-২০১৪
বিজিবি ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে লিটনসহ অন্য এক কিশোর জোহরপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ে। এ সময় ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে লিটনকে ধরে ফেলে। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ছেড়ে দিলে সে বাংলাদেশে ফেরার পথে মারা যায়। খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, এ ঘটনা ২০ বিএসএসফ ব্যাটালিয়নের কমান্ডেন্টকে মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-২০১৪