জমিনপুর সীমান্তে বিএসএফ’র গুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্তে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ সীমান্ত লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্সন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে এতে কেউ হতাহত না হলেও এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর গতকাল বুধবার সকালে ওই সীমান্ত পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডারগার্ড ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক। 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ করেই জমিনপুর সীমান্ত লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ভারতের ১২৫ বিএসএফ ব্যাটলিয়নের চুরি অনন্তপুর ক্যাম্পের সদস্যরা। গুলির শব্দে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়, কয়েকজন চোরাচালানী কাঁটাতারের বেড়া কাটছিল। এসময় বিএসএফ সদস্যরা তাদের তাড়াতে ২/৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। 
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডারগার্ড ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক সীমান্ত এলাকা পরিদর্শন কালে সন্ধ্যার পর সীমান্ত এলাকায় না যেতে স্থানীয় এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১১-২০১৪