নাচোলে অস্ত্রসহ দুই যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দক্ষিন সাকোপাড়া এলাকার থেকে শনিবার রাত সাড়ে ৮ টায় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো নাচোল উপজেলার পুরাতন কাজলা পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে আশরাফুল (২৪) এন্তাজ আলীর ছেলে মনিরুল (২০)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দক্ষিন সাকো পাড়া এলাকায় সুইটি ফিলিং স্টেশনের কাছে র‌্যাবের একটি দল অন্ত্রের ক্রেতা সেজে গিয়ে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে আশরাফুল ও মনিরুলকে ১ পিস্তুল ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ আটক করে। আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুর রব নাহিদ/ ০১-১১-২০১৪