অবশেষে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন জামায়াত নেতা মুখলেসুর রহমান

নির্বাচিত হওয়ার প্রায় সাত মাস পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমান রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে দায়িত্ব নিয়েছেন নির্বাচিত ভাইস চেয়ম্যান মাওলানা সোহরাব আলী ও নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগম। সকালে পরিষদের প্রথম সভায় দায়িত্বভার গ্রহণ করেছেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, নবনির্বাচিত চেয়ারম্যান মুখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা, দায়িত্ব শেষ হওয়া চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা হকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার উন্নয়নে এক সঙ্গে কাজ করার আহবান জানান, সংসদস্য সদস্য আব্দুল ওদুদ। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার ২/১০/৯৪৭ স্মারকে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে উপজেলা পরিষদের প্রথম সভা আহবানের নির্দেশে প্রদান করা হয় এবং সে মোতাবেক এই সভা আহবান করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জায়ামায়াত সমর্থিত প্রার্থী মুখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সোহরাব আলী ও নারী ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন আরা বেগম নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহণ করতে গেলে পুর্বের মামলায় তাকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ আরএমপি’র সহযোগিতায় গ্রেফতার করে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন মুখলেসুর রহমান দায়িত্বভার পাননি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১১-২০১৪