জাতীয় যুব দিবস পালিত
“লড়ছে যুবক লড়বেই, সমৃদ্ধ বাংলদেশ গড়বেই”এ শ্লোগানকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ, ড.মাযহারুল ইসলাম তরু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নহির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ০১-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ০১-১১-২০১৪