দুই চিকিৎসক আটকের ঘটনায় অবস্থান কর্মসুচি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহকারীকে থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও নার্সরা। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফটিক ও সদস্য ওমর ফারুক।
জানা যায়, গত বুধবার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর শিবগঞ্জে পুলিশ ও বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত জামায়াত-শিবিরের কর্মীদের চিকিৎসা দেওয়ার পর পুলিশকে না জানানোর অভিযোগে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীকে থানায় নিয়ে যায় পুলিশ। জামায়াত-শিবিরের ওই কর্মীদের বিধি অনুসরণ না করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
বক্তারা অভিযোগ করেন, পুলিশকে না জানানোর কারণে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজিবি কর্মকর্তা একদল পুলিশ নিয়ে হাসপাতাল কম্পাউন্ডে ঢুকে চিকিৎসকদের অকথ্য ভাষায় গালাগালসহ লাঞ্ছিত করেন। পাশাপাশি দুই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহকারীকে থানা নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে পরে ছেড়ে দেন। বক্তারা এ ঘটনার জন্য ইউএনওকে তিন দিনের মধ্যে চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-২০১৪