খেলা
»
টিভিকাপ ফুটবল টুর্নামেন্টে মুনসেফপুরের জয়
টিভিকাপ ফুটবল টুর্নামেন্টে মুনসেফপুরের জয়
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgokrH3JOCdf2WEjCXyRLuc8YLs2sGYCqf2DH9qO33xXXO7oho5Gbu9u4yww3Tgt13VfruX4TK1u_eGb3tFr2jqdERxpbkJ2fl9dTeAwFAVMvxk_vwU5OpPWMytqfD270HLjpErmF2HNLs/s1600/football-abstract-6a.jpg)
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত তরুণ সংঘ আয়োজিত টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর রোববারের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে মুনসেফপুর ফুটবল দল। তারা ১-০ গোলে শ্রীরামপুর ফুটবল দলকে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে আলী হাসান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল/ ২৩-১১-২০১৪