আনসার ভিডিপি’র অফিস সহকারিকে দেয়া হলো বিদায় সংবর্ধণা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে রোববার বিদায় সংবর্ধণা হয়েছে। দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কার্যালয়ের অফিস সহকারী রইসউদ্দিন খন্দকারের অবসর জনিত কারণে এই সংবর্ধণার আয়োজন করা হয় আনসার ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে। বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা এ্যাডজুট্যান্ট ওয়ালিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সমন্বয়কারী নেদাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রশিক্ষক আব্দুল কাদীর, নিম্নমান সহকারী দ্বীন ইসলাম, শহিদুল ইসলামসহ অন্যরা। শেষে বিদায়ী অফিস সহকারীর হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উল্লেখ্য, রইসউদ্দিন খন্দকার দীর্ঘ ৪৩ বছর চাকুরী শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০১৪