র্যাবের অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা পৃথক পৃথক অভিযানে মদ-গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিতিতে রোববার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা জোসনা অটোরাইস মিলের পার্শ্ববর্তী পাকা রাস্তার উপর থেকে ৯’শ ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর পশ্চিমপাড়ার মৃত সম্ভুনাথ চৌধুরীর ছেলে শ্রী ভরত কুমার চৌধুরী (২৬) ও শহরের হুজরাপুর গোরিপাড়ার মৃত তারানি মন্ডলের ছেলে শ্রী শংকর মন্ডল (৫৭)। এছাড়া র্যাব সদস্যদের পৃথক অভিযানে রোববার দুপুরে সদর উপজেলার চর-মোহনপুর লাহাপাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে আব্দুস সালাম (৬০)কে তার নিজ বাড়ির ঘরে তল্লাশী চালিয়ে ২ বোতল বিদেশী মদ এবং চরমোহনপুর মোড়ে অবস্থিত আসামীর নিজ দোকান হতে ৩.৫ বোতল ফেন্সিডিল ও ৪০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। সালাম তার নিজের দোকানে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধবনের মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া আরেকটি অভিযানে শনিবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের পুরাতন ব্রীজের (সুইচ গেট ব্রীজ) দক্ষিন পার্শ্বে কুলসুম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে হতে মৃত সেকান্দার আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) কে ৪ কেজি শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। সকল বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০১৪