“বিকাশের” ১৩ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেনকারী প্রতিষ্ঠান “বিকাশের” চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম এজেন্ট মেসার্স ইরানা এন্টারপ্রাইজের নগদ ১৩ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানিয়েছেন, রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহর শিবগঞ্জ যাবার পথে সদর উপজেলার বোলতলা এলাকার মহাসড়কে তাদের এস.আর এনামুল (২৫) এর নিকট থেকে চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে  অনুসরনকারী দুটি মোটরসাইকেল আরোহীরা ১৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এর পরপরই মালিকপক্ষ এনামুলকে সঙ্গে নিয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। সন্দেহজনক আচরন, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও জিজ্ঞাসাবাদের জন্য এনামুলকে আটক করা হয়েছে। ইরানা ডিসট্রিবিউশনের অভিযোগের ভিত্তিতে পুলিশ এনামুলের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখাসহ অন্য আসামী ও লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছে। পুলিশ জানায়, তবে তারা ছিনতাইয়ের তেমন কোন জোরাল আলামত এখনও পাইনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জসীমউদ্দিন জানান, “বিকাশের” টাকা ছিনতাইয়ের ঘটনা প্রকৃত ছিনাতাই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটি তাদের নিজেদের মধ্যে সমস্য হয়ে থাকতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০১৪