শিবগঞ্জ বেলী ব্রিজ > ঝুঁকি নিয়েই চলাচল করছে ৫ লাখ মানুষ

৯০ দশকে তৈরী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বেলী ব্রিজটি গেল বছরের ২৮ফেব্রয়ারী যুদ্ধাপরাধী মামলায় জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় ঘোষনার দিন দূর্বৃত্তদের দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও সংস্কার করা হয়নি। ফলে ঝুঁকির মধ্যে দিয়ে প্রতিদিন চলাচল করছে প্রায় ৫ লক্ষ মানুষ।
সরজমিনে দেখা গেছে, শিবগঞ্জ- মনাকষা রাস্তার পাগলা নদীর উপর বেলী ব্রিজটির স্টীলের পাটাটন গুলির  মধ্যে কয়েকটি ভাঙ্গা আছে এবং অন্যান্যগুলি একস্থান থেকে অন্যস্থানে সরে গেছে। ব্রিজের অর্ধেক রোলিং নেই।  এ ব্রীজের উপর দিয়েই  প্রতিদিনই  শতাধিক বিভিান্ন ধরনের যানবাহন  অত্যন্ত ঝুঁকির মধ্যদিয়ে চলাচল করছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এ ব্রীজটির উপর দিয়ে ঐতিহ্যবাহী আদিনা ফঃ হক সরঃ কলেজ সহ প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার  হাজার হাজার মানুষ চলাচল করে। সাম্প্রতিক কালে আদিনা কলেজের  নবীনবরন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দাবীর প্রেক্ষিতে এমপি  গোলাম রাব্বানী অগ্রধিকার ভিত্তিতে ব্রীজটিরা মেরামতের ব্যবস্থার ঘোষনা দিলেও  কাজের কাজ কিছুই হয়নি। মিশুক চালক প্রফুল্ল দোয়েল, বাস চালক রাজ্জাক ও ট্রাক চালক কালু সহ ৩০/৩৫ জন চালক বলেন এ ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ন হলে  বিকল্প কোন পথ না থাকায় এ ব্রীজের উপর দিয়েই  আমরা যানবাহন চালাতে বাধ্য হচ্ছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাঃ মোকবুল হোসেন জানান ব্রিজটির ব্যাপারে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক/ ২৩-১১-২০১৪

,