ভারতে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে ৮ বাংলাদেশী নাগরিককে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে শনিবার ৮ বাংলাদেশী নাগারিককে ফেরত পাঠিয়েছে বিএসএফ। ভারতের বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের দেশে পাঠানো হয়। ফেরত আসাদের অধিকাংশই শিশু।
বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ২০১১ সালে অবৈধভাবে ভারতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে করাভোগ করে। তাদের কারাভোগের মেয়াদ শেষ হলে দুপুরে সোনামসজিদ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
ভারতের মালদাহ জেলা ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের আইন কর্মকর্তা সুভাশিষ দত্ত বিএসএফ’র সহায়তায় বিবিজি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করেন।
দেশে ফিরে আসারা হচ্ছেন, নাটোরের নলডাঙ্গার সুমিত্রা হালদার, নওগাঁর পত্মীতলার সাথী খাতুন, আত্রাইয়ের আশা পারভিন, রুনা খাতুন ( সঙ্গে চার বছরের শিশু সন্তান),  বাগেরহাটের রায়ানদা’র রাবিয়া বাসরি, মাদারীপুরের মোস্তায়াপুরের রিয়া আক্তার, জয়াপুরহাটের রহমতপুরের রুজিনা খাতুন, শেরপুরের সম্পা মাহাতো।
ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-২০১৪