পিপি ব্যাগ ব্যবহার না করলে চালের গুণগতমান বজায় থাকবে না- মতবিনিময় সভায় অভিমত
সকালে শহরের সন্ধ্যা কমিউনিটি হলে চাউল কল মালিক গ্রুপের সভাপতি এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অটো মেজর এ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, ইফাদ গ্র“পের এমডি তাসকিন আহমেদ, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনসুর রহমান।
সভায় বলা হয়, চাল উদৎপান প্রক্রিয়ায় ৮০ ভাগই পাটজাত ব্যাগ ব্যহবহার করা হয়। বাজারজাত ও রপ্তানীর ক্ষেত্রে পিপি ব্যাগ ব্যবহার করা না হলে চালের গুণগত মান বজায রাখা সম্ভব হবে না। বক্তারা বলেন, প্রতিবেশি দেশসহ বিদেশ থেকে যেসব পণ্য আমদানী হয় সেগুলো পিপি ব্যাগের মাধ্যমে আসে। তারা এ ব্যাপারে সরকারি সহযোগিতার পাশাপাশি চাল বাজারজাত ও রপ্তানীতে পিপি ব্যাগ ব্যবহারের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-২০১৪