রোববার থেকে শুরু > জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার্থী সাড়ে ৩২ হাজার

সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে। জেলায় এবার পিএসসিতে পরীক্ষার্থী রয়েছে ৩২ হাজার ৪৯৬ জন এবং ইবতেদায়িতে ৪ হাজার ১২৫ জন। ৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, জেলার সদর উপজেলায় প্রাথমিকে ২৭৬টি বিদ্যালয়ের ১০ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ২৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে। অপর দিকে ইবতেদায়িতে ১ হাজার ৩৬৭ জন, পরীক্ষার্থী ১৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে। শিবগঞ্জ উপজেলায় ২৯৬টি বিদ্যালয়ের ১১ হাজার ২০৩ জন, ২৮টি কেন্দ্রে, ইবতেদায়িতে ৫১টি মাদ্রাসার ১ হাজার ৬শ’জন, ২৪টি কেন্দ্রে, গোমস্তাপুর উপজেলায় প্রাথমিকে ১৪৬ টি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে ৫ হাজার ৩৯০ জন, ইবতেদায়িতে ৩১টি মাদ্রাসার ৬৬০ জন, ৯টি কেন্দ্রে, নাচোল উপজেলায় ১০৫ টি বিদ্যালয়ের ২ হাজার ৯৬৬ জন, ৯টি কেন্দ্রে, ইবতেদায়িতে ১৬ টি মাদ্রসার ২৪০ জন, ৮টি কেন্দ্রে, এবং ভোলাহাট উপজেলায় প্রাথমিকে ৫০টি বিদ্যালয়ের ২ হাজার ৯৩ জন, ৪টি কেন্দ্রে এবং ইবতেদায়িতে ১২টি মাদ্রাসার ২৫৮জন পরীক্ষার্থী ৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-২০১৪