নারী নির্যাতন নির্মূল করণে প্রচারাভিযান শুরু

‘নীরবতা আর নয়-আসুন, নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়’ এই শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন নির্মুলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ব্র্যাক আলোচনা ও র‌্যালির আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম। ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ শাহনূর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল।
নারীরা পরক্ষভাবে জাতীয় আয়ের ৪০ ভাগ যোগান দিচ্ছে উল্লেখ করে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিৎ করা গেলে দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত হবার পাশাপাশি নারী নির্যাতনও নির্মুল করা সম্ভব হবে। তারা বলেন, অধিকার কেউ তুলে দেয়না। নিজের অধিকার লড়াই করেই আদায় করে নিতে হয়। এ জন্য নারীদের সোচচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে, নিজের অধিকার আদায় করে নিতে হবে। নারী নির্যাতন বন্ধে সকলকে সকল ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান বক্তারা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-২০১৪