নির্বাচিত নারী প্রতিনিধিদের সাথে সাংবাদিকদের এ্যাডভোকেসী সভা

স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার সাংবাদিকদের পলিসি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সকালে স্থানীয় সাধারণ পাঠাগার মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ও অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, প্রিপ ট্রাষ্টের সহযোগিতায় এবং এসডিএস’র অর্থায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, ফোরামের সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, শাহজাহানপুর ইউপি’র সংরক্ষিত নারী সদস্য মাজকুরা বেগম, সাংবাদিক সাজেদুল হক সাজু, মোঃ রফিকুল আলম, কামাল সুকরানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রিপ ট্রাষ্টের কর্মকর্তা ফরিদ আহম্মেদ। বক্তারা বলেন, নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের অধিকতর দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন এবং বাস্তবায়নের জন্য নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ ও কর্ম পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চাওয়া হয়।
সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী জনপ্রতনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ৩০-১১-২০১৪