শিবগঞ্জে গৃহবধুর আত্মহত্যা > স্বামী ও শাশুড়ীর অত্যাচারে অভিযোগ

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে মৌসুমী খাতুন নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। যৌতুকের দাবীতে  স্বামী ও শাশুড়ীর   অত্যাচারের কারণেই সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার স্মামী ও শাশুড়ীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ৪ বছর আগে শাহবাজপুর ইউনিয়নের নামো ধোবড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মৌসুমীর (২০) সাথে মুসলিমপুর গ্রামের মিজানুর রহমান মিজানের পারিবারিকভাবে বিয়ের পর থেকেই  স্বামী মিজান ও শাশুড়ী বিলিয়ারা বেগম  যৌতুকের দাবীতে মৌসুমীর  উপর অত্যাচার করে আসছিল। একই কারনে বৃহস্পতিবার রাতেও তাকে মারধর করা হয়। পরে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে মৌসুমী বাড়ির বাইরের একটি আম গাছে গলায় রশ্মি বেধে আতœহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় সূত্রে  বিষয়টি জানতে পেরে  পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। শাশুড়ী বিলিয়ারা বেগম ও স্বামী মিজানকে আটক করে। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মুখ ও ঠোঁট ফোলা রয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে মারপিট হওয়ার কারণে এ আতœহত্যার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক/ ৩০-১১-২০১৪

,