জামাআতবদ্ধ দোয়া বিদ্আত নয় সুন্নাত -ওলামা মাশায়েখদের সভা
চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার ফরয নামাযের পর হাত উঠিয়ে জামাআতবদ্ধ দোয়া বিদ্আত নয় সুন্নাত এর পক্ষে ওলামা মাশায়েখদের এক মতবনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মোশতাক আহম্মেদ, মাওলানা আব্দুল মালেক প্রমুখ। বক্তারা বল্নে, কিছু কিছু ঈমাম দুয়ার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে, তারা ইসলামের শত্র“। তারা বিদেশী মদদে এ ধরনের অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্ল¬াহ তাদের হেদায়েত দান করুন।
পরে মাওলানা আব্দুল মালেককে সভাপতি ও মাওলানা আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ২৯-১১-২০১৪
পরে মাওলানা আব্দুল মালেককে সভাপতি ও মাওলানা আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ২৯-১১-২০১৪