এবার গোরস্থান কমিটি’র সভায় সন্ত্রাসী হামলা

চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাট কেন্দ্রীয় গোরস্থানের নতুন কমিটি গঠনের আয়োজনকে ঘিরে ডাকা গোরস্থান কমিটির সভায় সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলায় চেয়ার টেবিল ভাঙ্গচুরসহ একজন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, খালঘাট গোরস্থান কমিটি গঠনের জন্য একটি সাধারণ সভার আয়োজন করা হয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে। সভাকে ঘিরে মুসল্লীরাও সকালে জমায়েত হয় ঈদগাহে। ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান বেঞ্জুও। এরই মাঝে হটাৎ সভা স্থগিত করা হলে মুসল্লীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সভা স্থগিত হওয়ার কিছুক্ষণ পর হটাৎ করে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঈদগাহে ঢুকে টেবিল চেয়ার ভাঙ্গচুর করে। এ সময় রফিক নামের একজন আহত হয়। গোরস্থানের সাধারণ সম্পাদক আলহাজ আজিজুর রহমান জানান, সকালে গোরস্থান কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকাল ১০টার দিকে সদর মডেল থানা পুলিশ সভাস্থলে এসে সভা বন্ধ করে দেয়ার কথা বললে সভাটি স্থগিত করে দেয়া হয়।
সূত্র জানায়, পুলিশের উপস্থিতেই ভাঙ্গচুর চালানো হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি জসিম উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোরস্থান কমিটির উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়েছিল। তাই পুলিশ পাঠানো হয়েছিল। তবে, সাধারণ সম্পাদক পিকনিক আয়োজনের কথা অস্বীকার করে জানান, সেখানে সভা আহবান করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-২০১৪

,