নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় ঘুরে গেলেন বৃটিশ কাউন্সিলের প্রতিনিধি দল

বৃটিশ কাউন্সিল কানেকটিং ক্লাশরুম এর আওতায় চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য ৩টি প্রতিষ্ঠানের মধ্যে বুধবার  নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছে। বৃটিশ কাউন্সিল কানেকটিং ক্লাশরুম এর প্রতিনিধি ও সেভেন মিলস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাইকেল হারস, ওকল্যান্ড সেকেন্ডডারী হাই স্কুলের সহকারি শিক্ষক ষ্টিভেন জেরিমি, হারমিটেজ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক লরা জন ডেল নাসোশংকরবাটী স্কুলের শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের টিচিং ব্যবস্থাপনা, ছাত্র-ছাত্রীদের ইংলিশ ডেবেটিং,ম্যানেজিং কমিটির কার্যক্রম, স্কুলের ক্রীড়া উন্নয়ন  সহ স্কুলের বিভিন্ন বিষয় পরিদর্শন করে গিয়ে ইংল্যান্ডে তাদের স্কুলে একই ভাবে বিভিন্ন কার্যক্রম করবেন।বৃটিশ  কাউন্সিল কানেকটিং ক্লাশরুম এর প্রতিনিধি দলের সাথে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, ম্যানেজিং কমিটির সভাপতি ডা. দুরুল হোদা,সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবিন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মোঃ মার্শাল সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। @ মেহেদি হাসান