অবশেষে স্বপ্ন জয় >সরকারি কলেজে শুরু হচ্ছে মাষ্টার্স কোর্স

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর বহু প্রত্যাশিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মাষ্টার্স কোর্সের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে। ¯œাতকোত্তর শেষ পর্ব শিক্ষা পর্যায়ে তিনটি বিভাগ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান ভর্তি করা হবে। ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বাংলায় ৮০, রাষ্ট্রবিজ্ঞান  ৯০ ও হিসাববিজ্ঞান ৭৫ জন কে সংশিষ্ট বিভাগের অন-লাইন ফর্ম তুলে নিয়ে গিয়ে ভর্তি হতে হবে। গত ১৭ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের  ৬৬তম  অধিভুক্তি কমিটির সুপারিশ এবং একাডেমিক  কাউন্সিল ও সিন্ডিকেটের সভার অনুমোদন সাপেক্ষে এই কার্যক্রমের অনুমতি দেয়া হয়।
মাষ্টার্স কোর্স চালুর ব্যাপারে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে, নবাবগঞ্জ সরকারি কলেজে মাষ্টার্স কোর্স চালু করা হোক যাতে করে জেলার দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীরা কম খরছে পড়াশুনা করতে পারে। আমারা  ৬টি সাবজেক্টে মাষ্টার্স খোলার আবেদন জানালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম পর্যায়ে ৩টি সাবজেক্টে মাষ্টার্স ভর্তির অনুমতি দেন। আশা করছি আগামীতে আমাদের কলেজে যে ১২টি সাবজেক্টে অনার্স চালু রয়েছে সেগুলো  জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিবে। এ ব্যাপারে কথা হল নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.মাযহারুল ইসলাম তরুর সাথে তিনি জানান, মাষ্টার্স ভর্তির মাধ্যমে আমাদের কলেজে নতুন দিগন্তের সৃষ্টি হল।জেলার শির্ক্ষাথীদের উচ্চ শিক্ষা গ্রহন করার পথ উন্মোচিত হল। উলেখ্য আজ ২৯ অক্টোবর ভর্তি শেষে আগামী ২ নভেম্বর থেকে যথারীতি ক্লাশ আরম্ভ হবে। @ মেহেদি হাসান