পুলিশের অভিযানের ভয়ে পলাতক আসামীর মৃত্যু
পুলিশী অভিযানে বাড়ি থেকে পালিয়ে যাবার পর বাড়ি ফিরে পুলিশী আত্মংকে মঈদুল (৩৬) নামের এক পলাতক আসামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি মিয়াপুর গ্রামে। নিহত মঈদুল মিয়াপুরের মোন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে মঈদুলকে গ্রেফতারের জন্য মিয়াপুর বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে মঈদুল পালিয়ে গিয়ে সংলগ্ন একটি আম বাগানে আশ্রয় নেয়। পরে পুলিশ চলে গেলে সে বাড়িতে ফিরে এসে অসুস্থ্যবোধ করে এবং মারা যায়।
পুলিশ জানায়, নিহত মঈদুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি নারী নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে মঈদুলকে গ্রেফতারের জন্য মিয়াপুর বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে মঈদুল পালিয়ে গিয়ে সংলগ্ন একটি আম বাগানে আশ্রয় নেয়। পরে পুলিশ চলে গেলে সে বাড়িতে ফিরে এসে অসুস্থ্যবোধ করে এবং মারা যায়।
পুলিশ জানায়, নিহত মঈদুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি নারী নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।