শিবগঞ্জে ভারতীয় পিস্তল উদ্ধার
জেলার শিবগঞ্জ উপজেলার সোনাসমজিদ এলাকার তোহাখানার পাশ্বে আমবাগান থেকে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে ১ ভারতীয় পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ীর সুবেদার সামসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তোহাখানার পাশ্বে একটি আমবাগানে অবস্থান নেয়। ওই সময় আমবাগানের মধ্য দিয়ে হেটে আসা এক লোক বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ টি পিস্তল ও ১ বাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পরিচালক।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ীর সুবেদার সামসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তোহাখানার পাশ্বে একটি আমবাগানে অবস্থান নেয়। ওই সময় আমবাগানের মধ্য দিয়ে হেটে আসা এক লোক বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ টি পিস্তল ও ১ বাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পরিচালক।