শিবগঞ্জে মংলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শিবগঞ্জ উপজেলার চকর্কীতি স্কুল এন্ড কলেজ মাঠে সবুজ সংঘ আয়োজিত আবুল কালাম আজাদ মংলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর সমাপণী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২২ অক্টোবর বৈকালে অনুষ্ঠিত হয়। সমাপণী খেলায় শ্যামপুর ফুটবল দল ১-০ গোলে রাণীহাটি চাঁদপুর অগ্রদূত সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সুমন একমাত্র গোলটি করে। আলম শামিম ও আকবর টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে সুমন। খেলাশেষে বিজয়ী দলের নিকট ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলেদেন প্রধান অতিথি আজিজুর রহমার এমএসসি এছাড়াও উপস্থিত ছিলেন তাজেমুল হক, ইউসুফ আলি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সারুয়ার আলম মিয়া। এতে ৮টি দল অংশগ্রহণ করে।