মহানন্দায় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সাঁতারু কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বুধবার মহানন্দা নদীতের দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মহানন্দা নদীর খাল ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর নিকট শেষ হয়। এতে, বড়দের গ্রুপে ১ম স্থান অধিকার করে মহিন ইসলাম, ২য় স্থান- শাহীন আলী, ৩য় স্থান- সুরুজ্জামান লিমন এবং ছোটদের গ্রুপে ১ম স্থান করে- আব্দুল্লাহ আল মামদু, ২য়- আব্দুল্লাহ রহমান ফরহাদ, ৩য়- কামরুল হাসান; বড়দের গ্রুপে ২৫ জন এবং ছোটদের গ্রুপে ১৫ জন সাঁতারু অংশ গ্রহণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার কৃতি সাঁতারুদের সংবর্ধনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আব্দুল ওদুদ ৪০ জন কৃতি সাঁতারু কে ক্রেস্ট প্রদান করেন এবং দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

, ,