হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৪জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ র্যাব ক্যাম্পের সদস্যরা। র্যাব সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন রেহাইচর (মহানন্দা টোল ঘরের) সামনে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ আরামবাগ চামরীগুদাম এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (১১)কে হাতেনাতে গ্রেফতার করে। আলিম দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সহিত জড়িত। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশাল বাড়ী বাজারের উত্তর পার্শে¦ মোঃ মনজুর আলীর বাড়ীর সামনে অভিযান চালায়। এসময় ১৮৫ পিছ ইয়াবাসহ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশাল বাড়ীর মৃত শমসের আলীর ছেলে ফারুক (৪২)কে হাতেনাতে গ্রেফতার করে। ফারুক দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সহিত জড়িত এবং নিজ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার জোড়বাগান মাষ্টার পাড়া রোডে জনৈক মোঃ জাহিদ হাসান সেন্টু এর আমবাগানে অভিযান চালায়। এসময় ৭৫ গ্রাম গাঁজাসহ শহরের জোড়বাগান এলাকার মৃত চাঁন মোহাম্মদ এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৫)কে হাতেনাতে আটক করে। সিরাজুল দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সহিত জড়িত এবং নিজ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংস করছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার মৃধাপাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৩ পুরিয়া হেরোইন ও ৩ পিছ ইয়াবাসহ শান্তিবাগ এলাকার মোঃ নঈমউদ্দিনের ছেলে মোঃ আলম আলী (২৬)কে হাতেনাতে গ্রেফতার করে। আলম দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হোরাইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সহিত জড়িত। উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।