শিবগঞ্জে এমপি’র বাড়িতে ইউনিয়ন আ.লীগের কাউন্সিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের এমপি গোলাম রাব্বানীর বাড়িতে ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঘোড়াপাখিয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি উসমান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা শাহাদাৎ হোসেন খুররম, সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট  আতাউর রহমান, বিএমএ এর রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  হাবিবুর রহমান চৌধূরী মজনু ও জেলা যুব লীগের সহসভাপতি তোহিদুল আলাম টিয়া। সভায় সাবজেক্ট কমিটির মাধ্যমে নির্বাচনে  উসমান মাস্টারকে পুনরায় সভাপতি পদে ও  মবিন উদ্দিনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত  করে ৫৭সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। @ সফিকুল ইসলাম সফিক

,