বিদ্যুতায়নের আওতায় এলো পৌরসভার চৌরী গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর ইসলামপুরের চৌরি গ্রামে রোববার গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী আরবান প্রকলেপর আওতায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দুপুরে বিদ্যুতায়নের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। উপস্থিত ছিলেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ-১ জাকির হোসেন ও ২ এর নির্বাহী প্রকৌশলী রুহুল করিম, ১০, ১১, ১২ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শরিফা খাতুন বেবী, ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, আখতার কবীরসহ অন্যরা। পৌর এলাকার এই প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ ২৭ বছর পর এলাকায় ৩ কিলোমিটার ১১ হাজার কেভি ও প্রায় ৪ কিলোমিটার সাধারণ লাইন স্থাপনের মাধ্যমে ২’শ পরিবারের কাছে বিদ্যুৎ পৌছোনো সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং বিরোধী দলের সমালোচনা করেন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধীদল ধোকা দিয়ে ভোট নেয়। সরকারের উন্নয়ন কাজ অব্যহত রাখতে দীর্ঘমেয়াদ দরকার।
এর আগে এমপি আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে একটি বিদ্যালয়কে কম্পিউটার ও এলাকার দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।