স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ দিয়েছে চিকিৎসা সেবা
একদল তরুনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ’œ এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে। গত শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিয়াড় মহাবিদ্যালয়ে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির মাঝে এই চিকিৎসা সেবা দেয়া হয়। ফ্রি ক্যাম্পে বিনামূল্যে প্রায় সাড়ে ৩’শ মানুষকে বিভিন্ন চিকিৎসাসেবা ও রক্তের গ্র“প নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষদ সরবরাহ করা হয়। সংগঠনের চিকিৎসা বিষয়ক সম্পাদক মাগফুজুর রহমান হিমেলের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল কাজ করে। ক্যাম্পে চিকিৎসা সেবা নেয়াদের মধ্যে অধিকাংশই ছিল গর্ভবতী মা ও শিশু।
সংগঠনের সভাপতি ইফতেখার আলম মাসুম ও সাধারণ সম্পাদক সাকফি ইসলাম সোহাগ জানান, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ গ্রাম্য পরিবেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষামুলক উন্নয়নের মাধ্যমে স্বপ্নের পৃথিবী গড়তে কাজ করে যাচ্ছে।
সংগঠনের প্রচার সম্পাদক তানজির আহমদ সুমন। আগামীতে আরও কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি ইফতেখার আলম মাসুম ও সাধারণ সম্পাদক সাকফি ইসলাম সোহাগ জানান, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ গ্রাম্য পরিবেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষামুলক উন্নয়নের মাধ্যমে স্বপ্নের পৃথিবী গড়তে কাজ করে যাচ্ছে।
সংগঠনের প্রচার সম্পাদক তানজির আহমদ সুমন। আগামীতে আরও কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।