বখাটে ও দালাল ধরতে সাদা পোশাকে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিকা বিদ্যালয় ও সরকারি কলেজসহ কোচিং সেন্টারগুলোর আশেপাশে ছাত্রীদের উত্যক্তকারী বখাটেদের উৎপাতে অতিষ্ঠ অভিভাবকদের বখাটে দমনে রাস্তায় নামার পর এবার ভিন্ন কৌশলে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। উত্যক্তকারীসহ  সরকারি অফিসে সাধারণ মানুষকে প্রতারণাকারী দালালদের ধরতে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা ফাদে ইতোমধ্যে ধরা পড়েছে এক উত্যক্তকারী। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, বখাটে ও দালালদের ধরতেই এই বিশেষ অভিযানে নেমেছেন তারা।
ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা শহরে অবস্থিত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানসহ পাসর্পোট অফিস, এসিল্যান্ড আফিস, সাব-রেজিষ্ট্রার অফিস ও সদর হাসপাতালে সাদা পোশাকে ফাঁদ পেতেছেন গোয়েন্দারা। এই অভিযানের অংশ হিসেবে রোববার সকালে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুপম নামের এক বখাটেকে গ্রেফতার করা হয়। ।
সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্ত করে আসছে বখাটেরা। এসব বখাটেদের হাত থেকে ছাত্রীদের নারী অভিভাবকরাও রক্ষা পাচ্ছেনা। সদর থানা পুলিশ পোশাক পরিহিত অবস্থায় এসব এলাকায় অভিযান চালালে বখাটেরা আঁচ করতে পেরে পালিয়ে যায়। তাই এদের উৎপাত বন্ধে এবার সাদা পোশাকে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। ছাত্রীদের উত্যক্ত করার স্থানগুলো চিহিৃত করে স্কুল-কলেজ চলাকালীন সময়ে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
আর গোয়েন্দাদের পাতা ফাঁদে রোববার সকাল ১১টার দিকে ধরা পড়ে রুপম নামের এক যুবক। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছাত্রীদের উত্যক্ত করার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রুপমের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষায়। বাবা-মার চাকুরির সুবাদে সে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কোয়াটারে বসবাস করে। গ্রেফতারের পর রুপমকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। খবর দেয়া হয় তার বাব-মাকে। পরে এমন কর্মকান্ড আর কখনোই করবেনা এমন মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান তার অভিভাবকরা।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশিদ জানান, শুধু বখাটে নয়, দালালদের ধরতেও গোয়েন্দা ফাঁদ পেতেছেন তারা। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ অফিস হিসেবে পরিচিত পাসপোর্ট অফিস, এসিল্যান্ড অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস ও সদর হাসপাতালে কাজ করিয়ে দেয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ প্রতারণা করছে দালালরা। আর এদের ধরতে এসব অফিসের আশেপাশে  সাদা পোশাকে ফাঁদ পেতেছেন গোয়েন্দারা। খুব শীঘ্রই অভিযানের সাফল্য আসবে বলেও মনে করেন তিনি।