শিবগঞ্জের ঔষুধ ব্যবসায়ী তুষার নিখোঁজ

শিবগঞ্জ বাজারের এক ঔষুধ ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত ৩ দিন ধরে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় গত ২৫ অক্টোবর সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
জিডি থেকে জানাগেছে, গত ২৫ অক্টোবর দৌলতপুর উপরটোলা গ্রামের আলহাজ্ব মোঃ তোরাব আলীর ছেলে মোঃ জোহিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে। সাধারণ ডায়েরী মোতাবেক গতকাল সকালে জোহিরুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, তার ছোট ভাই তাওহিদুল ইসলাম তুষার (৩০) শিবগঞ্জ জামে মসজিদের পার্শ্বে সেবা ফার্মেসী দোকানের ঔষুধ ব্যবসায়ী। গত ২৪ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৯টার সময় ঔষুধ কেনার জন্য রাজশাহীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়। তার মোটরসাইকেলটি চাঁপাইনবাবগঞ্জ বাজারের একজন স্বর্ণকারের বাসায় রেখে ট্রেন যোগে রাজশাহী রওনা হয়। কিন্তু গত ৩ দিনেও উক্ত তুষার ঔষুধ কিনে বাড়ি ফিরেননি। বাড়ি আসার বিলম্ব দেখে তার ব্যবহৃত মোবাইল নম্বর এ যোগাযোগ করা হলে মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়ায় তুষারের পরিবারেরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। নিখোঁজ হওয়ার সময় তুষারের পড়নে ছিল লাল রংয়ের টি-শার্ট, জিন্স প্যান্ট, তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। তুষার নিখোঁজ হয়ে যাওয়ার খবর শিবগঞ্জ বাজারে জানাজানি হয়ে গেলে দোকানদাররা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তুষারকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবী জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

,