শিবগঞ্জে ১টি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনোহরপুর বিজিবি’র অভিযানে ১টি পিস্তুল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। মঙ্গলবার সাড়ে ৯টার সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা-গোপালপুর ঘাট এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করে।
৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়  গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপি’র বিজিবি একটি টহল দল মনাকষা ইউনিয়নের গোপালপুর ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালিকবিহীন নসিমন দেখতে পেয়ে সন্দেহ হয় এবং তাতে তল্ল¬াশী চালিয়ে সীটের নীচে রাখা ব্যাগ থেকে ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
এব্যাপারে মনোহরপুর বিওপির ক্যাম্পের সুবেদার আকতার হোসেন জানান, অস্ত্র বহনকারি বিজিবি’র টের পেয়ে পালিয়ে যায়। @ মেহেদি হাসান