নিজামীর রায় ঘোষণা >শহরজুড়ে র‌্যাবের টহল জোরদার >৭১ জন আটক

মানবতা বিরোধী অপরাধে দায়ের মামলার আসামী জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী’র রায় ঘোষণাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব, পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুই দফা তারিখ পেছানোর পর বুধবার রায় ঘোষণার কথা রয়েছে।
রায় ঘোষণাকে সামনে জামায়াত অধুষ্যিত এলাকা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আইন শৃংখলা বাহিনী শক্ত অবস্থান গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকায় র‌্যাব-৫ এর কয়েটি টিম টহল দিচ্ছে। পাশাপাশি পুলিশী টহলও অব্যাহত রয়েছে। শহরের গুরুত্বপুর্ণ স্থাপনার কাছেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
র‌্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, যে কোন ধরণে নাশকতা ঠেকাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাতে জেলার ৫ উপজেলা থেকে ৭১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও অপরাধীদের ধরতে পুলিশ জেলাজুড়ে পৃথক পৃথক অভিযান থেকে এদের আটক করা হয়। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২৭ জন, শিবগঞ্জে ২৯ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ৭ জন ও ভোলাহাটে ৩ জন রয়েছে। এদিকে, একই সময় গোয়েন্দা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ২ জনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপার্দ করা হয়েছে।