১৫ বছরে এমপিও ভুক্ত হয়নি শিবগঞ্জের ১৩ শিক্ষা প্রতিষ্ঠান

শিবগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান গত ১৫ বছরেও এমপিও ভুক্ত না হওয়ায় ৩ শতাধিক শিক্ষক কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে, পুকুরিয়া মহিলা কলেজ, কানসাট, ধাইনগর গার্হ্যস্থ অর্থনীতি কলেজ, শিবগঞ্জ কৃষি কলেজ,   সাহাপাড়া পারভীন স্মরণী স্কুল এ্যান্ড কলেজ । উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে, শিবগঞ্জ টাউন উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ নিউ জুনিয়র বালিকা বিদ্যালয়, মর্দানা উচ্চ বিদ্যালয়, হাসানপুর সীমান্ত একাডেমী জুনিয়র বিদ্যালয়। এছাড়াও রয়েছে ৫টি মাদ্রাসা আজমতপুর দারুল উলুম মাদ্রাসা, কামালপুর ডিউ কামিল মাদ্রাসা, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা, দোভাগী লক্ষ্মীপুর দাখিল মাদ্রাসা, দক্ষিণ উজিরপুর দাখিল মাদ্রাসা। 
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ পৌরসভাধীন মরদানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান এ প্রতিষ্ঠানটি এলাকাবাসী স্ব উদ্যোগে গড়ে তোলার পর প্রতিবছরই ভাল ফলাফল করে আসলেও রাজনৈতিক মতভেদের কারণে ও সরকার কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত না করায়  শত কষ্টের মধ্যেও আমরা ১৫জন শিক্ষক সাড়ে ৪শ ছাত্রছাত্রীকে পাঠ দান করে যাচ্ছি। বিদ্যালয়ের  শরীরচর্চা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম  গত ২৯/০৪/২০১৩ তারিখ পরলোক গমন করেন। ২০০ ১সালে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভ করে।  অন্যদিকে সাহাপাড়া পারভীন স্মরনী   মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাঃ সারওয়ার জাহান শেরফান জানান ২০০৪ সালে প্রতিষ্টিত হয়ে অত্যন্ত সুনামের সাথে শতাধিক ছাত্রীকে পাঠদান করে আসলেও  দীর্ঘ ১১বছর যাবত ১৫ জন শিক্ষক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। যদিও প্রতিষ্ঠানটি সাম্প্রতিককালে একাডেমিক স্বীকৃতি লাভ করেছে। প্রতিষ্ঠানগুলি সাবেক দুজন এমপি একাধিকবার পরিদর্শন করে এমপিও ভুক্ত করার প্রতিশ্র“তি দিলে বাস্তবে কিছুই হয়নি।  এব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা হলে কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাঅফিসার মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির ব্যাপারে আমার কিছু করার নেই। এটি একমাত্র সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। তিনি আরো জানান মোট কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হতে বাকী আছে তা এ মূহুর্তে বলতে পারবো না। @ সফিকুল ইসলাম সফিক


, ,