মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রাম্যমান প্রদর্শনী চলছে

চাঁপাইনবাবগঞ্জে গত ১৩ সেপ্টেবর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মানবাধিকার ও সম্প্রীতির ভাবধারার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমান প্রদর্শনী চলছে । এই প্রদর্শনী শেষ হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এরই অংশ হিসেবে বুধবার দুুপুরে সদর উপজেলার গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রখ্যাত কার্টুনিস্ট রফিকুন নবী রনবী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ছায়ানটের ভাইস প্রেসিডেন্ট ডা, সারওয়ার আলী, ট্রাস্টি ও সদস্য  জিয়া উদ্দিন তারেক, প্রকল্পের প্রোগাম অফিসার রঞ্জন কুমার সিং, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজিসহ অন্যান্যরা।
এ প্রকল্পের মূল লক্ষ্য উদেশ্য হল  সারা দেশের নতুন প্রজন্ম বিশেষ করে স্কুল, কলেজ,মাদরাসার  ছাত্র-ছাত্রীদের  মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে  অবহিত করা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৫টি স্কুল,কলেজ ও মাদরাসায় ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে প্রাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় মুক্তমহাদল ভবনে জেলার মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে সূধী সমাবেশের আয়োজন করা হয়।

,