প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিকেলে বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদাারের ৮২ তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক মনসুরা বেগমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া। এছাড়া আরো বক্তব্য দেন বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, বহ্নিশিখার উপদেষ্টা শফিকুল আলম ওরফে ভোতা, সদস্য ফারুকা বেগম, নওসাবাহ্ নওরীন, মারিয়া হাসান প্রমুখ। বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন।
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্রগ্রামের ধলঘাটে জন্ম গ্রহণ করেন। ১৯১৮ সালে ডা. খাস্তগির উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। শারীরিকভাবে বেড়ে ওঠার সাথে সাথে বৃটিশ বিরোধী আন্দোলনের আরেক নেত্রী ঝাঁসির রাণী লক্ষীবাঈয়ের জীবনী প্রীতলতাকে দারুনভাবে আকৃষ্ট করে। দশম শ্রেণীতে পড়ার সময় গোপনে গোপনে স্বদেশী আন্দোলনের বিপ্লবী বাঘা যতিন, ক্ষুদিরাম আর কানাইলালের বিপ্লবী জীবন প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করে। কলকাতা থেকে বি.এ পাস করার পর তিনি চট্রগ্রামে নন্দন কানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চাকরী শুরু করেন। পরবর্তীতে বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টার দা সূর্য সেনের সঙ্গে তিনি দেখা করেন এবং বৃটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব দখলের সময় ১৫ জনের একটি দল পরিচালনা করেন প্রীতিলতা। পুলিশের হাতে গ্রেফতার এড়াতে প্রীতিলতা সায়ানসাইড খেয়ে আত্মহত্যা করেন।
বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে প্রীতিলতার আত্মত্যাগ, তার দেশপ্রেম যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

,