শিশু কবিতা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট কালিগঞ্জের আলোচিত কবিতা হত্যাকান্ডের ঘটনাস'ল পরিদর্শন করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টায় পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস'ল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কবিতার বাবা কুরবান আলীসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। হত্যাকান্ডের বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন। ঘটনাস'ল পরিদর্শনকালে পুলিশ সুপার নিহত শিশু কবিতার পরিবারকে হত্যা মামলার কার্যক্রম দ্রত তদনত্ম করে দ্রতবিচার ট্রাইবুনালের আওতায় এনে অপরাধীদের শাসিত্মর ব্যবস'া গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, এ.এসপি সার্কেল (সদর) মতিউর রহমান, সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন,ওসি তদনত্ম সারোয়ার হোসেন, ৬ নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল বারেক।
উলেস্নখ্য, গত ৩০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আবু রাজপাড়া গামের সিহাব রেজা ও শংকরবাটি গ্রামের সাগর আহমেদ বটতলাহাট কালিগঞ্জ থেকে শিশু কন্যা কবিতাকে অপহরণের পর হত্যাকরে পোলাডাঙ্গা স্কুল সংলগ্ন নির্জন স'ানে পুতে রাখে। পরে তারা র‌্যাবে হাতে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযীয় অপহরণের ৫দিন পর র‌্যাব শিশু কবিতার গলিত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। @ মেহেদি হাসান, ১৯-০৯-১৪

,