জেলার বাইরে
»
গরু আনতে গিয়ে নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ
গরু আনতে গিয়ে নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ
নওগাঁর সাপাহার উজেলার কুলমুডাঙ্গা সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার গভীর রাতে নিখোঁজ নুর ইসলাম (৩০) কুলমুডাঙ্গা মধ্য পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
নুর
ইসলামের সঙ্গীরা ফিরে এসে এ খবর জানান বলে বিজিবিকে জানিয়েছেন তার স্বজনরা।
নুর
ইসলামের পরিবারের বরাত দিয়ে নওগাঁ-১৪ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক
ইকবাল আকতার জানান, সীমান্তের ২২৮/২ এস পিলারের পাশ দিয়ে গরু নিয়ে আসার
সময় বিএসএফের ধাওয়া খেয়ে নিখোঁজ হন নুর ইসলাম। পাশের কুলমুডাঙ্গা বিলে
খোঁজাখুঁজি করেও তার
হদিস মেলেনি।
শনিবার সকালে নিখোঁজের সন্ধান চেয়ে বিজিবির
পক্ষ থেকে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেওয়া
হয়।
তিনি আরো জানান, দুপুর দেড়টার দিকে ২২৮/২
এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নুর ইসলাম নামে কোনো বাংলাদেশি যুবককে আটক করা হয়নি বা
ওই যুবক সর্ম্পকে কোনো তথ্য নেই বলে জানানো হয়
Labels:
জেলার বাইরে