রোববার কসবা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
রোববার অনুষ্ঠিত হবে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এক টানা ভোট গ্রহন । ২০হাজার ৭শ’ ৬০জন ভোটার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৫জন প্রার্থীর মধ্য থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এদিকে উপজেলা নির্বাচন অফিসার দেওয়ান রোকাব আলী জানান, সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর নাচোল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ মনির হোসেন জানালেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগণ তাঁদের ভোট প্রয়োগ করতে পারেন সে ধরণের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আনারস প্রতিক নিয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা, তালা প্রতিক নিয়ে আব্দুস সালাম, দোয়াত কলম প্রতিক নিয়ে প্রভাষক মোবারক হোসেন, কাপপিরিচ প্রতিক নিয়ে মুসলিম উদ্দিন ও চশমা প্রতিক নিয়ে রাশেদুল ইসলাম। উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি প্রথম দফার উপজেলা নির্বাচনে ওই ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের উপজেলা চেয়ারম্যানপদে নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।