স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

বাংলাদেশের সকল স্বাস'্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতনস্কেলের দাবিতে বুধবার মানববন্ধন করেছে জেলার স্বাস'্য সহকারীরা। প্রধানমন্ত্রী বরাবর স্মাকলিপি প্রদান করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বাস'্য সহকারী কল্যান পরিষদের সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারী নেজামউদ্দিন, সদর উপজেলা সেক্রেটারী জহরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সেক্রেটারী রাকিব রায়হান, গোমস-াপুর উপজেলা সেক্রেটারী নিয়ামতুল্লাহ, নাচোল উপজেলা সেক্রেটারী আবু হেনা, ভোলাহাট উপজেলা সেক্রেটারী শামিম আহম্মদসহ অন্যরা। শেষে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ একেএম মোজাহার হোসেন এর হাতে স্মারকলিপি তুলে দেন স্বাস'্য সহকারী নেতৃবৃন্দ। সমাবেশে স্বাস'্য সহকারীদের পদমর্যাদা ও বেতনস্কেল প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সরকারের স্বাস'্য বিভাগের স্বাস'্য সহকারীরা মন্ত্রণালয়ের দেয়া সকল কর্মকান্ড তৃণমূল পর্যায়ে দক্ষতার সাথে চালিয়ে আসছে। বর্তমান সরকার স্বাস'্য বান্ধব এবং স্বাস'্য সেবা জণগনের দোড়গোড়ায় পৌছে দেয়ার জন্য বদ্ধপরিকর। এসব কাজে সফলতায় স্বাস'্য সহকারীদের যথেষ্ট অবদান রয়েছে। কিন' স্বাস'্য সহকারীদের পদমর্যাদ দেয়া হচ্ছে না। বেতনস্কেলও বর্তমান উর্ধ্বগতির বাজারে চাহিদার তুলনায় অনেক কম। তাই স্বাস'্য সহকারীরা মানষিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে। এসব কথা বিবেচনায় প্রধানমন্ত্রীর হস-ক্ষেপে স্বাস'্য মন্ত্রণালয় স্বাস'্য সহকারীদের কাজের স্বাভাবিক গতি বাড়াতে পদমর্যাদা দিয়ে এবং বেতনস্কেল প্রদানের প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস'্য সহকারী নেতৃবৃন্দ। স্বাস'্য সহকারীদের দৃঢ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে জাতিকে সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি করবেন।

,