অপহরণের ৫ দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার > ঠান্ডা মাথার খুনি শিহাব নিজেই মাইকযোগে হারানো বিজ্ঞপ্তি প্রচার করে

মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি আদায়ের লড়্গে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাট কালিগঞ্জ থেকে অপহরণ করা কবিতা খাতুন নামের ৪ বছরের এক শিশুর লাশ বৃহস্পতিবার রাতে র‌্যাব উদ্ধার করেছে। নিহত কবিতা কালিগঞ্জ গ্রামের কুরবান আলীর মেয়ে। আপহরণের ৫ দিনের মাথায় পৌর এলাকার পোলাডাঙ্গা স্কুলের পাশ থেকে বসত্মাবন্দি করে মাটিতে পুতে ফেলা এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
র‌্যাব ও স'ানীরা জানায়, গেল ৩০ আগষ্ট বেলা ১১টার দিকে নিজ বাড়ীর সামনে থেকে কবিতাকে অপহরণ করে কুরবান আলীর খালাতো ভাই আজাইপুর আবুরাজপাড়া গ্রামের শিহাব রেজা ও শংকরবাটি গ্রামের সাগর আহম্মেদ। এরপর একটি মোবাইল ফোনের মাধ্যমে কবিতাকে ছাড়িয়ে নিতে দাবি করা হয় ৫ লাখ টাকার মুক্তিপণ। বিষয়টি র‌্যাবের কাছে আসলে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান থেকে শিহাব ও সাগরকে আটক করে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর কামরম্নজ্জামান পাভেল জানান, আটক হওয়ার পর তারা স্বীকার করে কবিতাকে হত্যার পর মাটিতে পুতে রাখার কথা। তাদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব বৃহস্পতিবার রাতে পোলাডাঙ্গা স্কুল সংলগ্ন নির্জন যায়গায় থেকে কবিতার লাশ উদ্ধার করে।
কবিতার আত্মীয় স্বজনরা জানায়, ঠান্ডা মাথার খুনি শিহাব কবিতাকে অপহরণের পর নিজেই মাইকে হারানো বিজ্ঞপ্তি প্রচার করে এবং বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আদায়ও করে নেয়ার পরেও কুরবান আলীর পরিবার বুঝতে পারেনি শিহাব সাগরই হত্যা করেছে কবিতাকে।
র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল আলম জানান, প্রাথমিক পর্যায়ে জানা গেছে, লোমহর্ষক ও চাঞ্চল্যকর এই হত্যাকা-ের সঙ্গে জড়িত রয়েছে আরো এক নারী। বিকাশযোগে মুক্তিপণের টাকা গেছে তার কাছেই।
এদিকে, রাতে সদর থানায় পুলিশ ঘটনাস'ল থেকে কবিতার লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য নিয়ে গেছে।