হজ করতে গিয়ে মারা গেলেনে চাঁপাইনবাবগঞ্জের এক নারী

হজ করতে সৌদি আরব পৌছানোর একদিন পরেই চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদা খাতুন নামে এক নারী মৃত্যু বরণ করেছেন মৃত মাসুদা খাতুন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে মক্কা হজ মিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তিনি এহসান এয়ার ট্রাভেলসের মাধ্যমে গত ৩১ আগষ্ট সৌদি আরব যান এবং পরদিনই তিনি মক্কায় মারা যান তার পাসপোর্ট নাম্বার বি ০৭৫৪৯৮১
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বছর হজ করতে আসাদের মধ্যে এটাই প্রথম কোনো বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৪১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ২৬২ জন গিয়েছেন।

আগামী ৪ অক্টোবর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

,