গোমসত্মাপুরে বোমায় ১ শিশুর উড়ে গেল কব্জি
চাঁপাইনবাবগঞ্জের গোমস-াপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে মাহাবুব (১২) নামের এক শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।গোমস-াপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের ওবাইদুর রহমানের ছেলে মাহাবুব।
গোমস-াপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ ঘটনাস'ল পরিদর্শন করে জানান, সকালে দোষীমনি বাজার এলাকায় একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে মাহাবুবের ডান হাতের কবজি উড়ে যায়। মুমূর্ষু অবস'ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোমস-াপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ ঘটনাস'ল পরিদর্শন করে জানান, সকালে দোষীমনি বাজার এলাকায় একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে মাহাবুবের ডান হাতের কবজি উড়ে যায়। মুমূর্ষু অবস'ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।