ফ্রিল্যান্সার টু অনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচি শুরম্ন

“অনট্রাপ্রনর হয়ে গড়ব দেশ সমৃন্ধ হবে বাংলাদেশএই সেস্নাগানকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে শুরম্ন হয়েছে ৫ দিন ব্যাপী ফ্রিল্যান্সার টু অনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচি।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কড়্গে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায়  এ কার্য়ক্রমের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর কবির, এছাড়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপসি'ত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ প্রফেসর সুলতানা রাজিয়া, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যড়্গ নজরম্নল ইসলাম,মাষ্টার ট্রেইনার এক্মক্লুসিভ জেনিথ লিংকন মুজুমদার, প্রশিড়্গন সম্বনায়ক সালাউদ্দিন, সহকারী ট্রেইনার মহিউদ্দন প্রমুখ। প্রশিড়্গনে জেলার বিভিন্ন ইউনিয়নের তথ্য উদ্যোক্তাগন, বিভিন্ন কলেজের শিড়্গক সহ ছাত্র-ছাএীসহ মোট ৪৫জন প্রশিড়্গনাথী উপসি'ত ছিলেন।

,